মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

*-* জ্বর হলে শরীরে লেপ-কাঁথা জড়ানো ঠিক নয়



জ্বর হলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৯৮.৬ ডিগ্রী ফারেনহাইট। এই তাপমাত্রা বেড়ে গেলে আমরা তাকে জ্বর বলি। অনেকে জ্বর হলে শরীরে কাঁথা চাপিয়ে দেন। তাদের ধারণা এতে করে রোগীর ঘাম ঝরবে। জ্বর হলে ঠান্ডা হাওয়া আসার ভয়ে অনেকে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখেন। প্রকৃতপক্ষে এগুলোর কোনটাই জ্বর কমানোর পদ্ধতি নয় বা জ্বর কমাতে সাহায্য করে না। জ্বর হলে এমনিতেই শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তখন যদি শরীরে মোটা কাপড়, কম্বল জড়ানো হয় তবে শরীরের তাপমাত্রা আরো বেড়ে যায়। ঠিক তেমনি গায়ে তেল মালিশ করা ঠিক নয়। এতে শরীরের লোমকুপ বন্ধ হয়ে যায় এবং শরীরের বাড়তি তাপ বের হতে দেয় না। জ্বর হলে শরীরের কাপড় চোপড় যতটুকু সম্ভব খুলে দিতে হবে। মোট কথা উন্মুক্ত আলো-বাতাসের আয়োজন করতে হবে। সেই সাথে ফ্যান থাকলে সেটিও মধ্যগতিতে চালিয়ে দিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন